কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রধান গেটে কৃষ্ণচূড়া চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আজ ৮ ফেব্রুয়ারি সকালে এ গাছের চারা রোপনকালে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার টিপু সুলতান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রধান গেটে কৃষ্ণচূড়া গাছটি ক্যাম্পাসের প্রবেশপথে সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল দীর্ঘদিন। এ গাছটিকে ঘিরেই কৃষ্ণচূড়া চত্বর নামকরণ করা হয়েছিল। দীর্ঘদিনের সেই পুরাতন গাছটি প্রাকৃতিক নিয়মে মরে যাওয়ায় তা কর্তন করে সেখানে আবারও কৃষ্ণচূড়া গাছের নতুন চারা রোপন করলেন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply