কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিমা স্থাপন, দেবী আর্চনা, ধর্মালোচনা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি এ পূজা উদ্যাপনের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন পরিষদ। শুরুতেই সকাল ৯টায় প্রতিমা স্থাপন এবং সকাল ১০টায় দেবী আর্চনা ও পুস্পাঞ্জলি প্রদান করা হয়। বেলা সাড়ে ১১টায় মর্ধালোচনায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক ও ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে ধর্মালোচক হিসেবে আলোচনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা। এছাড়াও বিভিন্ন ধর্মালোচকবৃন্দ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মামুন, আইসিটি বিভাগের শিক্ষক প্রফেসর ড. তপন কুমার জোদ্দারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সঞ্চালনা করেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সন্দিপ রায়। ধর্মালোচনা শেষে দুপুর ১.৩০ টায় প্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পূজা উদ্যাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply