1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:30 am

মাঘের শেষে কুষ্টিয়ায় থেমে থেমে বৃষ্টি, বাড়ছে শীতের তীব্রতা

  • প্রকাশিত সময় Friday, February 4, 2022
  • 89 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতে বাঁধাগস্থ হয়ে পড়ে জেলায় বসবাসরত কর্মজীবী মানুষেরা। হঠাৎ দমকা হাওয়ার সাথে কিছুক্ষণ পর পর বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন। ফলে কাজের উদ্দেশ্য ঘর থেকে বাহিরে বের হতে বেশ বাঁধাগ্রস্ত হতে হচ্ছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের। শুধু নিম্ন আয়ের মানুষ নয় বৃষ্টির কারনে বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা ফলে ভুগতে হচ্ছে বৃদ্ধ শিশু সহ নানা বয়সী মানুষকে। জমির ফসল নিয়ে চিন্তায় দিন পার করছে জেলার ধান ও তামাক চাষীরা। তখন সকাল নয় টা হঠাৎ আকাশ মেঘলা হয়ে দমকা হাওয়ার সাথে বৃষ্টি নামে পুরো কুষ্টিয়া জেলা জুড়ে। ফলে যারা সকালে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলো তারা একরম বাঁধার সম্মুখীন হয়ে বিভিন্ন দোকান,হোটেল,যাত্রী ছাউনির নিচেই দিন পার করে দিচ্ছে। আবহাওয়া অফিস বলছে শুক্রবার এবং শনিবার (০৪-০৫ জানুয়ারি) দেশের বেশ কয়েকটি জেলায় দমকা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের ফলে বৃদ্ধি পেতে পারে শীত। কুষ্টিয়া শহরের ষ্টেশন রোডে চিংড়ি মাছের চপ বিক্রেতা রাহুল বলেন, আমি চিংড়ির চপ বিক্রি করি। বৃষ্টির মধ্যে আগুন জ্বালাতে পারছি না তাই বাসায় ফিরে যাচ্ছি। রিকশাচালক ওয়াহিদুল জানায়, রিকশা ২০০ টাকা ভাড়া মালিককে দিতে হয়। এখন পর্যন্ত ১৫০ টাকা আয় করেছি। তাহলে মালিককে কি দিবো আর বাসায় কি নিয়ে যাবো। যাত্রী নাই আজ। শহরের থানার মোড়ে অবস্থতি ফারুক ষ্টোরে প্রান কোম্পানির এসআরের বলেন, শুক্রবারও ডিউটি করবো কি, টার্গেট পূরন হচ্ছে না, ফিল্ডে কাজ। শীতের সময় তো ভিজে ভিজে ডিউটি করা সম্ভব না। একদিনের জন্য টার্গেট পূরন না হলে বেতন নিয়ে ঝামেলা হবে। মিরপুরের কৃষক জালাল শেখ(৪৫) বলেন,মাঠ ভর্তি তামাক রইছে ঠান্ডার সাথে বৃষ্টি হচ্ছে ভয়ে আছি যদি শিল পরে তাহলে পথে বসতে হবে, বৃষ্টিতে গোড়া পঁচে যাওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডায় জমিতেও নামতে পারছি না। ঠান্ডায় জমিতেও নামতে পারছি না। এদিকে আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, শনিবারও জেলায় বৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640