বিজ্ঞানমনস্ক লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবার দিয়েছেন নতুন পরিচয়। তিনি প্রথমবারের মতো গান লিখেছেন। ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শিরোনামের একটি গান ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য লিখেছেন।
মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান জুয়েল। তিনি জানান, চলতি বছরের মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।
‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ গানটির পরিচালক ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন ১০ শিশুশিল্পী।
এ সিনেমায় অভিনয় করেছেন নায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।
Leave a Reply