আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দকৃত দরিদ্রদের, ভিজিডি’র ভাতা ভোগীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি হারে, ইউনিয়ন পরিষদ থেকে চাউল বিতরণ হয়ে থাকে। গত ১৩ মাসে দুজন ভিজিডি কার্ডের ভাতাভোগীর ২৬ বস্তা পরিমাণ ৭৮০ কেজি চাউল আত্মসাত করেছে নাজের আলীর স্ত্রী ডলি খাতুন। গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের স্কুল পাড়ার জিয়া হোসের স্ত্রী মনিরা খাতুন ও একই পাড়ার খাইরুল ইসলামের স্ত্রী সাগরি খাতুন। গতকাল সরেজমিন ঘুরে জানাগেছে, এবিষয়ে জিয়া হোসেনর স্ত্রী মনিরা খাতুন বলেন আমরা সরকারি ভাবে কোনো সহায্য সহযোগিতা পাইনি এবং সরকারি ভাবে কোনো ভাতা আমাদের মেম্বাররা দেয়না। খাইরুল ইসলামের স্ত্রী সাগরি খাতুন বলেন আমাদের বাড়িতে বছরের বেশি দিন হয়ে গেলো আমাদের পাড়ার নাজির হোসেনের স্ত্রী ডলি খাতুন এসে আমার কাছ থেকে ভিজিডি’র চাউল এর কার্ড করে দেওয়ার কথা বলে আমাদের ভোটার আইডি কার্ড ও ছবি নিয়ে গিয়েছিলো , পরে আমরা ডলিকে জিজ্ঞাসা করলে ডলি বলে ভাতার কার্ড হয়নি, তার পরে আমরা আর কিছুই জানি না। এখন জানতে পারছি আমাদের ভিজিডি’র চাউল এর কার্ড হয়েছে। এই দুই ঘরের ভিজিডি’র চাউল ডলি তার ছেলে নাইদ কে দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে উঠিয়ে নিয়ে আসে সে নিজে রেখে দেয়।বিষয়টি ডলি খাতুন শিকার করে নিয়ে বলেন আমাকে নান্নু মেম্বারের ছেলে আক্তার কার্ড করে দিয়েছে । গাংনী ইউপি সাবেক সদস্য সিদ্দীকুর রহমান নান্নুর ছেলে আক্তার হোসেন বলেন আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার বাবার দায়িত্ব পালন করে ছিলাম, পরিষদে ভাতার কার্ড আমি করে দিয়ে ছিলাম, তবে এই বিষয় বাদ দিলে ভালো হয়, সামনে এখনো অনেক সময় আছে আমি আরো ভালো কাজ দিব। বর্তমান ওয়ার্ড সদস্য লেমন হোসেন রাজা বলেন এবার আমি নবনির্বাচিত হয়েছি সুতারাং আমার ওয়ার্ডে কোনো দুর্রনিতি হতে দিবো না, তবে সটিক ভাতা ভোগীকে ভাতা কার্ড দেওয়া হবে । এবিষয়ে গ্রাম্য মাতুব্বর গ্রামের মৃত মজিদ মুন্সীর ছেলে মুনছুর মুন্সী বলেন এটা আমার পাড়া, এখানে এক জনের চাউল কোথায় আছে কাওকে দেখতে হবে না, আমার পাড়ায় আমি বুঝবো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন ডলি খাতুন প্রভাব শালী হওয়ার কারণে দুই জন ভাতা ভোগীর ২৬ বস্তা ভিজিডি’র চাউল আত্মসাত করেছে, এদের শাস্তি হওয়ার দরকার। এবং নান্নু মেম্বারের ছেলে আক্তার, ডলির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এসব কার্ড করে ছিলো।বিষয়টি সরজমিন তদন্ত পুর্বক দোষি ব্যাক্তিদের শাস্তি দাবি করেছে এলাকাবাসি।
Leave a Reply