খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মোঃ ইউনুস খানের ছেলে মোমিন হোসেন টুটুল (৩৫) নামের জমি ক্রেতা তার বায়নাকৃত জমি রেজিস্ট্রি করে না পাওয়ায় নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী টুটুল বলেন আমি মৃত আঁকামোদ্দি চেয়ারম্যানের দ্বিতীয় পক্ষের চার মেয়ের জমির অংশ নির্ধারিত সময়ে বাজারের সর্বোচ্চ মূল্যে তিনশত টাকার স্ট্যাম্পে তাদের স্ব-স্ব স্বাক্ষর ও সাক্ষী গনের উপস্থিতিতে খোকসা মৌজার ২৪২১ দাগের ৪১৫ খতিয়ানে (.১২৪০) একর জমি ক্রয় বাবদ ২ লক্ষ টাকা বায়নামা করেছিলাম। স্টাম্পের নির্ধারিত সময়ের মধ্যে বাকি ২২ লক্ষ টাকা নিয়ে জমির মালিক গনের বাড়িতে কয়েক বার যেয়ে জমিটি রেজিস্ট্রি কড়িয়ে দেবার কথা বলিলে তারা বড় বোনের অসুস্থতা দেখিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে। এভাবে আমার স্ট্যাম্পের মেয়াদ উত্তীর্ণ দেখিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং উকিল নোটিশ দিয়েছে আমিও তার জবাব দিয়েছি। তবে আমি লোক মুখে শুনতে পেরেছি জমিটি অন্য কোথাও চড়া মূল্য পাওয়ায় তারা বিক্রয় করার চেষ্টা চালাচ্ছে। আমি স্থানীয়দের মাধ্যমে কয়েকবার তাদের সঙ্গে বসার চেষ্টা চালিয়েছি তারা এখন আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। আমি আমার গচ্ছিত সম্পদ ও ব্যাংকের ডিপিএস, ব্যবসা প্রতিষ্ঠান একাংশ ক্ষতি করে টাকাগুলো গুচ্ছিত করেছি। এখন আমি সর্বহারা, জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা বললে আমাকে তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। সকল দিক বিবেচনা করে আমি খোকসা থানা অফিসার ইনচার্জ ও পৌর মেয়র বরাবর সু-বিচারের দাবীতে লিখিত অভিযোগ পাঠিয়েছি। এ সকল অভিযোগের ভিত্তিতে সরোজমিনে গেলে মৃত আঁকামোদ্দি চেয়ারম্যানের প্রথম কন্যা রোজিনা আফরোজের সাথে কথা বলতে গেলে তার স্বামী আলম ট্রেডার্স এর মালিক টুটুল বলেন আমার স্ত্রী অসুস্থ সে অসুস্থ অবস্থায় কথা বলতে পারবে না। তবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন আঁকামোদ্দির পাপের সম্পত্তির প্রতি আমার কোন লোভ নেই, আমার ভায়রা ও সালাগণ তাদের সম্পত্তি বিক্রয় করে বিভিন্ন সমস্যায় তারা পড়েছেন অতএব এই অভিশপ্ত সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমার তিন শালিকা যদি জমি লিখে দেয় আমার স্ত্রী জমি লিখে দেবে। এ বিষয়ে তিন নং বোন মেরিনা আফরোজ’র মুঠোফোনে কথা হলে তিনি বলেন ২ লক্ষ টাকা বায়নামা নিয়েছিলাম তবে আমাদের পারিবারিক সমস্যার কারণে আমরা জমি এখন বিক্রয় করব না।
Leave a Reply