কোভিড-১৯ বিস্তার রোধকল্পে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। আজ ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ভিসি বাংলোতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বশরীরে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান ও প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। সভায় ভার্চুয়াল্লি অংশনেন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি ও হল প্রভোস্টবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে নি¤œক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ-২২ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাসসমূহ স্বশরীরে বন্ধ থাকবে। তবে অনলাইনে যথারীতি ক্লাস চলবে। পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেলে চলমান/ঘোষিত পরীক্ষাসমূহ ও অফিসসমূহ যথারীত চলবে। আবাসিক হলসমূহ খোলা থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চলবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply