ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ লস্করপাড়া গ্রামে ইয়ামিন হোসেন নামে দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুর গ্রামের রনি মিয়ার ছেলে। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় জুনিয়াদহ গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুর গ্রামের রনি মিয়ার স্ত্রী শিল্পি খাতুন তার মায়ের বাড়িতে বেড়াতে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে নানা বাড়ির উঠানের রোদে ইয়ামিন খেলছিল। এরপর তাকে সেখানে না পেয়ে বাড়ির সবাই খোঁজা খুঁজি শুরু করে। সকাল ৯ টার দিকে শিশু ইয়ামিনকে বাড়ির পাশেই ডোবার পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিশু ইয়ামিনের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুটি গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইয়ামিনের বাবা রনি মিয়া বলেন, বাড়ির উঠানে ইয়ামিন হামাগুড়ি দিয়ে খেলা করছিল। সবার অজান্তে সে পাশের ডোবার ধারে গেলে হঠাৎ করেই পানিতে পড়ে যায়।
Leave a Reply