কাগজ প্রতিবেদক ॥ ‘আমার ছেলের মেধাশক্তি খুব ভালো। পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিল। এস.এস.সি তে গোল্ডেন ও এইচ.এস.সি তে জিপিএ-৫ পেয়েছিল। ছোট বেলায় বাবা হারানোর কারণে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। ছেলেটা বাড়িতে থাকা অবস্থায় ভালোই ছিল। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর মাদকের সাথে জড়িয়ে এমন হয়েছে। আর কোনো মায়ের ছেলে যাতে এমন না হয়।’ কান্না স্বরে এসব কথা জানাচ্ছিলেন অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্য হারানো এক ছেলের মা। একইসাথে তিনি ছেলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে আসক্ত শিক্ষার্থীকে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। আসক্ত শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০৪ নম্বর কক্ষে (গণরুম) থাকতেন বলে জানা গেছে।
তার সহপাঠী ও হলের বন্ধুরা জানান, আসক্ত শিক্ষার্থী নিয়মিত মাদক সেবন করতেন। গত একমাস ধরে আসক্ত শিক্ষার্থীর ভারসাম্যহীন আচার-আচারণ লক্ষ্য করা যায়। তার একমাত্র বাটন ফোনটি বিক্রি করেও মাদক কিনেছিলেন। তিনি নিয়মিত গাজা ও ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ নিত। তারা জানান, ক্লাস পরীক্ষা বাদ দিয়ে সকালে হল থেকে বেরিয়ে অনেকে রাতে হলে ফিরতো। কাছে মোবাইল না থাকায় তার খোঁজ নিতে পারতো না আসক্ত শিক্ষার্থীর বন্ধুরা। এরপর গত শনিবার মাত্রারিক্ত মাদক গ্রহন করার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকেন তিনি। পরে তাকে গণরুম থেকে সরিয়ে হলের গেস্টরুমে রাখা হয়। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, আসক্ত শিক্ষার্থী শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে প্যাথিডিন, নালবন ছাড়াও গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক গ্রহণ করতেন। মাতাতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন। একইসাথে তারা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন তারা। পরে তার পরিবারকে জানালে সোমবার তার মা ও এক আত্মীয় ক্যাম্পাসে আসেন। তারা বিভাগের শিক্ষকদের সহযোগীতার তাকে ঠাকুরগাঁওয়ের পুনর্জন্ম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করান বলে জানা গেছে। ওই পূণর্বাসন কেন্দ্রের পরিচালক হাসান কবির শিহাব বলেন, ‘আসক্ত সেই ছেলেটি আসার পর থেকে ঘুমিয়ে আছে। আমরা এখনো কোনো টেস্ট করিনি। গতকাল মঙ্গলবার থেকে আমরা ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট শুরু করবো। নিরাময় কেন্দ্রে আসার পর সুস্থ হতে সাধারণত ৪ মাসের বেশি সময় লাগে না। তারপরেও বাকিটা রোগীর উপর নির্ভর করছে।’ এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ‘মাদককে শক্ত হাতে প্রতিরোধ করা উচিত। বিষয়টি নিয়ে আমি খুব শঙ্কিত। এখনই প্রতিরোধ করা না হলে ভবিষৎ এ আরো বেপরোয়া হয়ে উঠবে। আমি চাইনা শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে উঠুক।’ প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি মাদকের বিষয়ে অবহিত হয়েছি। ইতোমধ্যে মাদক প্রতিরোধের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। এ বিষয়ে শীঘ্রই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বিভিন্ন কক্ষে নিয়মিত মাদকের আড্ডা বসে। এ ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দিনের বেলাতেও মাদকের আসর জমে। বহিরাগতরা ক্যাম্পাসে এসব মাদক সরবরাহ করেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ক্যাম্পাসে মাদক প্রাপ্তি সহজ হয়েছে বলে মনে করছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply