ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গললবার বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তসলিম মোঃ তারেক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশী নাগরিক ২১ জনকে (পুরুষ-০৪, নারী- ১২ ও শিশু-০৫) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতী থানার মোঃ সজীব শেখ (৩৪),আমেনা খাতুন (২৮), মোছাঃ ঈশীতা (২২), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিপংকর সরকার (২১), যশোর বেনাপোল থানার মোঃ সোহরাব মন্ডল (৩৩), যশোর জেলার কেশবপুর থানার মোঃ রাকিবুল সরদার (৩০), মোছাঃ নাজমা বিবি (২৩), ঝিকরগাছা থানার মোছাঃ পারুল, আফশীন, (০১), আফরীন (০৩), নাছিমা খাতুন (২৮), যশোর শহরের মোছাঃ জাহিদা বেগম (৩২), মোঃ রহান (০৮), লাবনী খাতুন (১৩), যশোর মনিরামপুর থানার মোছাঃ জাহানারা খাতুন (৩৮), মোছাঃ সালমা খাতুন (৩৫), বরগুনা জেলার আমতলী থানার সোহাগী (২৭),বাগরেহাট জেলার মোল্লাারহাটের তানজীলা বেগম (৩৬), খুলনা জেলার ফুলতলার বকুল বেগম (৪০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মোছাঃ রাবিয়া খাতুন (৩৮)।
Leave a Reply