1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:24 am

কুষ্টিয়া করোনায় দুজনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

  • প্রকাশিত সময় Tuesday, January 18, 2022
  • 79 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ খুলনা বিভাগে সোমবার থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় মারা গেছেন দুজন। চলতি বছরের এই প্রথম এক দিনে দুজনের করোনায় মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত করোনায় সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৩১টি নমুনা কম পরীক্ষা হয়েছে। এক হাজার চারজনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৩। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৫৯। গতকাল পর্যন্ত বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪১৮ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ৫০, যশোরে ৩৩, ঝিনাইদহে ২৮, কুষ্টিয়ায় ২৯, চুয়াডাঙ্গায় ৬, সাতক্ষীরায় ২, নড়াইলে ৩, বাগেরহাটে ৩, মেহেরপুরে ১ ও মাগুরায় ৩ জন করে রয়েছেন। বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ৩৩ দশমিক ৭৩। এদিকে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ১ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৮৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাসায়। খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে প্রতিদিনই করোনা শনাক্তের হার ৫ শতাংশের ওপরে ছিল। গত বছরের ২২ সেপ্টেম্বর শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামে। এর পর থেকে ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার আর পাঁচের ওপরে ওঠেনি। সপ্তাহ দুয়েক আগে থেকে শনাক্তের হার ও সংখ্যা বাড়তে থাকে। ১৩ জানুয়ারি পর্যন্ত শনাক্তের হার ১০ শতাংশের নিচে ছিল। ১৪ জানুয়ারি থেকে শনাক্তের হার ১০ শতাংশের ওপরে ওঠে। শেষ তিন দিন শনাক্তের হার ১৫ শতাংশের ওপরে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ বলেন, সারা দেশের মতো খুলনায়ও সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640