কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ইউপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত ইউপি সদস্যসহ চারজন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর করা হয়। গত সোমবার দিবাগত রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সদ্য নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ আহমেদ, স্থানীয় ফরিদ বিশ্বাস, জাফর বিশ্বাস ও রকিবুল ইসলাম। তাঁদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর কুমারখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চাপড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডে (পাহাড়পুর গ্রাম) সদস্য নির্বাচিত হন ফিরোজ আহমেদ। সেখানে পরাজিত হন খোরশেদ আলম। ভোট দেওয়া নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে এই দুই ইউপি সদস্য প্রার্থী ও কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জেরে সোমবার রাত আটটার দিকে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর কয়েক সমর্থক পাহাড়পুর গ্রামের একটি কালভার্টের কাছে ফিরোজসহ তাঁদের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফিরোজসহ কয়েকজন আহত হন। রাতেই ফিরোজের লোকজন খোরশেদের কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকার অধিকাংশ পুরুষ সদস্য পালিয়ে বেড়াচ্ছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলা ও ভাঙচুরের আতঙ্কে সময় কাটাচ্ছেন নারী ও শিশুরা। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমরা কোনো দলাদলি করি না। মাঝেমধ্যেই গ্রামে মারামারি হয়। ভাঙচুর হয়। এ ভয়ে আসবাব ও গবাদি পশু নিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে ফেলেছি।’ হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য ফিরোজ আহমেদ বলেন, সোমবার রাতে তিনি তাঁর লোকজন নিয়ে বাড়িতে ফিরছিলেন। অতর্কিত হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে খোরশেদ আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। থানায় কেউ মামলা দেয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
Leave a Reply