কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে কোটায় আবেদন কার্যক্রম শেষ হয়েছে। বিভাগীয় শর্ত পূরণ সাপেক্ষে পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রতি বিভাগে সর্বোচ্চ তিন জন ভর্তি করানো হবে বলে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসব শর্ত শিথিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর কর্মকর্তা সমিতি থেকে এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে তারা। রবিবার সন্ধ্যায় কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এঝঞ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা অংশগ্রহণ করে। পোষ্য কোটার ক্ষেত্রে বিভাগীয় শর্ত পুরণ না করায় অনেকের সন্তান ইবিতে ভর্তি হতে পারছে না। তাই পোষ্য কোটার ক্ষেত্রে বিভাগীয় শর্ত শিথীল করে তাদের সন্তানদের ভর্তির সুযোগদানের দাবি জানিয়েছেন তারা। জানা গেছে, এবারের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে ‘ফেল’ কিংবা ‘পাশ’ দেয়া হয়নি। পরবর্তীতে সেই নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলম বলেন, ‘বিভাগীয় শর্ত পূরণ করতে না পারায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকের সন্তান ভর্তি হতে পারছে না। গুচ্ছ পরীক্ষার সকল নিয়ম মেনে শুধু বিভাগীয় শর্তসমূহ শিথিলের দাবি জানাচ্ছি।’
Leave a Reply