কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ৮৩ শতাংশ আসন খালি রয়েছে। তিনটি ইউনিটে ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৩৫০ জন। ভর্তি শেষে খালি রয়েছে ১ হাজার ৭৪৫টি আসন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বানিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোতে ভর্তির জন্য ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া ক্যাম্পাসলাইভকে জানান, এ তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
Leave a Reply