২৫ পিচ ইয়াবা ও গাঁজার কলকি নিয়ে
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিনের পুত্র ইমরান খান (২৮) ২৫ পিচ ইয়াবা ও একটি গাঁজার কলকি নিয়ে ৫ সঙ্গীসহ পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল দুপুরে এক অভিযান চালিয়ে পুলিশ এসব আটক করেছে বলে জানা গেছে। আটকতৃ অন্যরা হলো সুমন কাজী(১৮) পিতা বলাই কাজী, জলিল (১৮) পিতা শাহাবুদ্দিন, শাবু শেখ
(৩৩) পিতা করিম শেখ, আরজু মন্ডল (১৯) পিতা ফারুক মন্ডল প্রমুখ। খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে উপজেলার শোমসপুর এলাকায় একদল মাদক সেবী মাদকদ্রব্য সেবন ও বিক্রির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে খোকসা থানার পুলিশ অভিযানে বের হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখা যায় ইমরান খান ও তার সঙ্গীরা মাদক সেবনে মত্ত রয়েছে। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা ও একটি গাঁজার কলকি উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। থানায় এনে তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়। এ ব্যাপারে শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply