ইসলামী বিশ^বিদ্যালয়ে ‘আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম প্রিপারেশন ফর সায়েন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জানুয়ারি সকালে আইকিউএসির সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাঃ মনিরুজ্জামান। কর্মশালায় শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম রিসোর্স পারসন হিসেবে ফলাফল ভিত্তিক বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রম প্রস্তুতকরণের উপর প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় ইসলামী বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply