দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কথিত তাছের পীরের দরবার শরীফে বিক্ষুদ্ধ গ্রামবাসীদের হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে এবং এ ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালেও বিক্ষুব্ধ গ্রামবাসীরা সংগবদ্ধ হয়ে তাছের পীরের দরবার শরীফে আবারও হামলা চালানোর চেষ্টা করলে পুলিশের বাঁধায় তা পন্ড হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এস আই অরুন কুমার জানান, দৌলতপুর উপজেলার কল্যাণপুর দরবার শরীফে বিক্ষুদ্ধ গ্রামবাসীদের হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। দরবার শরীরের ভক্ত ভেড়ামারা উপজেলার বাসিন্দা আনিসুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে গতকাল শনিবার এ মামলা দায়ের করেন। যার নং ১৫। এ ঘটনায় জাকির, হাসেম, মজিবর, রুয়েল ও আবুল নামে ৫জনকে গ্রেফতার গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকালে তাছের পীরের দরবার শরীফের বহিরাগত ভক্তরা স্থানীয় এক তরুনীকে ইভটিজিং বা উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করলে দরবার শরীফের বখাটে যুবকরা ওই তরুনীর পিতাকে মারপিট করে এবং স্থানীয় লোকজনদের উদ্দেশ্য উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালমন্দ করে। দরবার শরীফের বখাটেদের এমন কর্মকান্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কল্যানপুর, চরদিয়াড়, সোনাইকুন্ডি ও গাছেরদিয়াড় গ্রামের কয়েকশত মানুষ সংঘবদ্ধ হয়ে তাছের পীরের দরবার শরীফে হামলা চালায়। এসময় বিক্ষুব্ধ গ্রামবাসীরা দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করলে দরবার শরীফের ভেতরে থাকা বহিরাগত বখাটে ভক্তরা দরবার শরীফের ভেতর থেকে হামলাকারী গ্রামবাসীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে সামিউল (৫০) ও কিরন (২৫) নামে দুই গ্রামবাসী আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে এবং জাকির নামে একজনকে আটক করে। দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মামলা হলে ৫জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দরবার শরীফে পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply