বিএনপির প্রতীক ছেড়ে নির্বাচনে নামা তৈমুর আলম খন্দকারকে ‘ওসমান পরিবারের প্রার্থী’ হিসেবে চিহ্নিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নৌকার প্রার্থীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর বলেছেন, কোনো দল বা ব্যক্তিগত কারও প্রার্থী নন, তিনি গণমানুষের প্রার্থী।
আগামী ১৬ জানুয়ারির ভোট সামনে রেখে জমজমাট প্রচারের মধ্যে এই দুই প্রার্থীর এমন বক্তব্য এলেও এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান কিংবা তার ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগে আইভী-শামীম দ্বন্দ্ব বহু দিনের। ২০১১ সালের নির্বাচনে শামীমকে হারিয়ে প্রথম মেয়র হন আইভী। তখন দলীয় প্রতীকে না হলেও আইন সংশোধনের কারণে এখন দলীয় প্রতীকে হচ্ছে স্থানীয় সরকারের এই নির্বাচন।
সেবার জয়ী আইভী এবার নিয়ে টানা দ্বিতীয়বার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে অংশ না নেওয়ায় দলটির নেতা তৈমুর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হাতি প্রতীক নিয়ে।
শনিবার সকালে নারায়ণগঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় গণসংযোগকালে আইভী বলেন, “তৈমুর আলম খন্দকার শামীম ওসমান ও সেলিম ওসমান এই দুই ভ্যাইয়ের ক্যান্ডিডেট। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী।”
শুক্রবার তৈমুরের প্রচারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ঘনিষ্ঠ চার ইউপি চেয়ারম্যানের অংশ নেওয়ার প্রসঙ্গ টেনে আইভী বলেন, “এতে প্রমাণিত হয়, সারা নারায়ণগঞ্জে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন ছিল, তৈমুর আলম খন্দকার শামীম ওসমানের প্রার্থী- সেটি প্রমাণিত হয়েছে।
“তারাই তৈমুর আলম খন্দকারকে নামিয়েছেন, সমর্থন দিচ্ছেন। তিনি জনতার প্রার্থী না, বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থীও না।”
এর মধ্য দিয়ে জেলায় আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হল কি না- এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগে সহ-সভাপতি আইভী বলেন, “সেটি জানি না। তবে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই আমার সঙ্গে আছেন। প্রত্যেক ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। একমাত্র তাদের (সেলিম-শামীম) লোকজনই তৈমুর আলম খন্দকারকে প্রোভাইড করছেন।”
এসব বিষয় দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী বলেন, “হাইকমান্ড সব দেখেছেন, তারা বিষয়টি দেখছেন।”
শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর। তার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম ওসমানের ঘনিষ্ঠ চার ইউপি চেয়ারম্যানের তার প্রচারে অংশ নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমুর বলেন, “আমি সকলের ভোট চাই। আমি প্রধানমন্ত্রীরও ভোট চাই। যারা আমার প্রচারণায় অংশ নিয়েছেন, যাদের নাম আপনার বললেন, তারা স্থানীয় জনপ্রতিনিধি। তাদের তো আমি সমর্থন চাই। তবে আমার সঙ্গে কারো কোনো পারসোনাল আন্ডারস্ট্যান্ডিং নেই।”
তিনি বলেন, “আইভী যে দল করে, শামীম ওসমান সেই দলের এমপি, তাদের ভাই বোনের সম্পর্ক। আমি গণমানুষের প্রার্থী। আমি কোনো দলের প্রার্থী না, জনগণের প্রার্থী। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”
আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থাকার পরও তৈমুর প্রার্থী হওয়ায় তাকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়কের পদও ছাড়তে হয়েছে তাকে।
তবে বিএনপি নেতা-কর্মীরা ঠিকই তৈমুরের সঙ্গে প্রচারে নামছেন, যা দলটির ‘অপকৌশল’ বলে সমালোচনা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
Leave a Reply