কুমারখালী প্রতিনিধি ॥ দেশের উত্তরের জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কুষ্টিয়া অঞ্চলেও জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশায় কারণে দুপুরের দিকে দেখা মিলছে সুর্যের। হাড়কাঁপানো শীতের কারণে কুমারখালীতে সরকারি হাসপাতালে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীদের ভীড় বাড়ছে। বৃহস্পতিবার সকালে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে, ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অধিকাংশই শিশু। ঠান্ডাজনিত কারণে প্রতিদিন গড়ে ২০ জনের বেশি শিশু ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়াও বয়োবৃদ্ধ অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর ভীড়ে বেড সংকট দেখা দেওয়ায় অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝে ও বারান্দায়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, ৫০ শয্যার এই হাসপাতালে ঠান্ডাজনিত কারণে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুন। হঠাৎ করে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলেও আন্তরিকতার সাথেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
Leave a Reply