1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:29 am

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির মানববন্ধন

  • প্রকাশিত সময় Wednesday, January 5, 2022
  • 119 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে দাবি করে কুষ্টিয়ায় প্রতিবাদী মানববন্ধন করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের মঙ্গবাড়িয়া বাজার (কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক) এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিএনপির স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বড় দুঃখ ও পরিতাপের বিষয় ২০১৪ সালে আজকের এই দিনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। নির্বাচনের আগেই ৩শ আসনের মধ্যে ১৫৪ টি আসনে তাদের প্রার্থীদের ষড়যন্ত্রমূলক ভাবে বিজয়ী ঘোষণা করেছিল। তাই এই দিনটাকে গনতন্ত্র হত্যা দিবস হিসাবে দেশের জনগণ স্মরণ করেন। এরই ধারাবাহিকতা ধরে এই অগণতান্ত্রিক সরকার ২০১৮ সালে প্রশাসনের মাধ্যমে দিনের ভোট রাতে ডাকাতি করে অন্যায় ভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এদেশের মানুষের সমস্ত সাংবিধানিক মৌলিক অধিকার হরণ করে দেশ চালাচ্ছে। বিএনপি হাইকমান্ড এদেশের মানুষের গণতন্ত্র সহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্পষ্ট দুটি দাবি গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে এবং জনগণ যাতে তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রদান করতে পারে তার জন্য নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি করছেন। যতদিন পর্যন্ত এ দাবি গুলো মেটানোর না হবে, বিএনপি সকল ত্যাগ স্বীকার করে দুর্বার গণআন্দোলন চালিয়ে যাবে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার জোর দাবি জানান। কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আট বছর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640