1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:21 am

কুষ্টিয়ায় সদর উপজেলার দুর্গাপুরে দক্ষিণ মাগুরা ভোট কেন্দ্রে প্রেসব্রিফিংকালে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম 

  • প্রকাশিত সময় Wednesday, January 5, 2022
  • 102 বার পড়া হয়েছে

সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে 

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন কুষ্টিয়া মডেল থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর ভোটগ্রহণ কার্যক্রম অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার (কুষ্টিয়া মডেল থানার ৪ এবং ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ৭) সর্বমোট ১১ টি ইউনিয়নের ১১৬ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে নির্বাচনী মাঠে পরিদর্শনকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুড়া অস্থায়ী কেন্দ্রের সামনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, এ জেলার সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু করতে জেলা পুলিশ সব সময় সোচ্চার ছিল। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। তারই আলোকে কুষ্টিয়া জেলার সকল পর্যায়ের লোকজন উৎসবের আমেজে ভোট দিতে ভোট কেন্দ্রে আগমন করেন। কুষ্টিয়া জেলার সকল পুলিশ সদস্য নির্বাচনের পূর্ববর্তী ও নির্বাচনের দিন অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সদর উপজেলাধীন ১১ টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু, সুন্দর নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সমর্থ হয়েছে। এছাড়াও ইতোপূর্বে কোন সহিংসতা ছাড়াই কুষ্টিয়া জেলায় দ্বিতীয় ধাপে মিরপুর ও ভেড়ামারা উপজেলা, তৃতীয় ধাপে দৌলতপুর উপজেলা, চতুর্থ ধাপে কুমারখালী ও খোকসা উপজেলায় কুষ্টিয়াবাসীকে জেলা পুলিশ একই রকম অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়েছে। এ কারণে কুষ্টিয়া জেলা পুলিশ সকল মহলে প্রশংসিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের প্রধান কাজ হচ্ছে ভোট কেন্দ্র ও এর আশেপাশের এলাকার আইন-শৃঙ্খলা ঠিক রাখা। জেলা পুলিশ কুষ্টিয়ার সকল পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেট, র‌্যাপিড একশন ব্যাটালিয়ন, বিজিবি, আনসারসহ সকল স্টেকহোল্ডারদের সাথে সুসমন্বয়ের মাধ্যমে এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেন। কুষ্টিয়া মডেল থানা এলাকা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সকাল থেকে নিজেই ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং কুষ্টিয়া জেলা পুলিশের ৫ জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মোবাইল পার্টি, স্ট্রাইকিং পার্টি, ডিবির স্পেশাল টিম টহল দিতে থাকেন। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে সাব-ইন্সপেক্টর এর নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য অত্যন্ত দক্ষতার সহিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছেন। যার ফলশ্রুতিতে কোন প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সদস্য নিজেরা নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দেখিয়ে সদর উপজেলাধীন কুষ্টিয়া মডেল থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার ইউনিয়ন সমূহে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়াও কুষ্টিয়া সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সমূহের সকল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মুখ্য ভূমিকা পালন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশের সকল অফিসার ও ফোর্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640