খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাজারের প্রধান সড়কে সেবা সাইকেল স্টোর এর মালিক শাকিল এর উপর অতর্কিতভাবে হামলা করেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মালিক পক্ষ তরুণ, রাজুসহ দশ পনের জন দোকানের উপর আসে ও এ সময় পিতা মৃত লাল্টু মাষ্টারের ছেলে তরুণ দোকানের ভারাটিয়ার উপর অতর্কিতভাবে হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে দোকানমালিক নুরুল ইসলাম শাকিল বলেন,দোকান মালিক এসে দোকান ছেড়ে দেওয়ার কথা বললে আমি সময় চাইলে আমার উপর রাগান্বিত হয়ে আমার দোকানের সাইকেল রোডের উপর লাথি মেরে ফেলে দেয়।আমি আবার কথা বললে আমাকে এলোপাতাড়ি কাঠের বাটাম , কিল, ঘুষি,লাথি মেরে ফেলে পিটিয়ে রক্ত যখম করে।তিনি জানান ঘরের সিকিউরিটি বাবদ ৮৫০০০টাকা অগ্রিম দেওয়া আছে ও মাসিক ভাড়া ২৫০০ টাকা করে দেওয়া হয়।এ বিষয়ে তিনি বলেন থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
Leave a Reply