কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে বিজ্ঞান মেলার সমাপনী উপলক্ষে “বিজ্ঞান , প্রযুক্তি ও নৈতিকতা, একসূত্রে গাঁথা” প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রজেষ্ট প্রদর্শনে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থী সহ মেলায় অংশগ্রহণকারী ১২ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে জাতীয় বিজ্ঞান সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ঘোষনা করেন সমাপনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ প্রমূখ। সমাপনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মো. আরিফুজ্জামান।
Leave a Reply