আলমডাঙ্গা প্রতিনিধি ॥ সিরাজনগর কবির শয্যাপাশে আলমডাঙ্গা গাঙচিলের সভাপতি ও সম্পাদক, দোয়া কামনা।২৯ ডিসেম্বর বুধবার দুপুরে কবির অসুস্থতার খবর পেয়ে তার হৃদয় নিকেতন বাসভবনে দেখা করতে যান আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও শিক্ষক এম. জামিরুল ইসলাম খান জামিল এবং সেক্রেটারি ও কবি হাবিবুর রহমান মজুমদার। আলমডাঙ্গা সিরাজ নগরের সিরাজ সামজী কবি ও সাহিত্যিক আ,ফ,ম সিরাজ সামজী চোখের অপারেশনে অসুস্থ্যতায় তার পাশে গাঙচিলের সভাপতি ও সেক্রেটারি দোয়া কামনা করা হয়েছে। তার ডান চোখ অপারেশন শেষে লেন্স লাগানো হয়েছে। আগামী ১ সপ্তাহ পর তার বাম চোখ ও অপারেশনের পরামর্শ দিয়েছেন ডাক্তার। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে বিভিন্ন জটিল রোগে ভুগছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সিরাজনগরের মরহুম ডাঃ শামসুদ্দিনের ছেলে। গত ২৬ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে তার ডান চোখের অপারেশন করা হয়েছে।তার বাম চোখ ও রেটিনা ক্ষত হয়েছে ১ সপ্তাহ পরে অপারেশন করার পরামর্শ দিয়েছেন ডাক্তার। তার বর্তমান বয়স৭১ বছর,৪ মেয়ে সকলে বিবাহিত। তিনি আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশ্বজিৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দ্রষ্টা।তিনি সাহিত্য সাধনায় বেশকিছু বই প্রকাশ করেছেন।এ পড়ন্ত বিকেলে অসুস্থতায় তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply