কুমারখালী প্রতিনিধি ॥ “বিজ্ঞান , প্রযুক্তি ও নৈতিকতা, একসূত্রে গাঁথা” প্রতিপাদ্যের আলোকে কুমারখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে ফিতাকেটে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। পরে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
Leave a Reply