মেহেরপুর প্রতিনিধি ॥ বড় দিন যীশু খ্রীস্টের জন্মদিন। ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা। রাতে খ্রীস্টযোগের মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। সকাল ৮ টায় মহান প্রভুর ভোজের মধ্য দিয়ে শুরু হয়েছে গীর্জায় গীর্জায় প্রার্থণা। দুপুর পর্যন্ত চলবে এ প্রার্থণা। তবে গেল দু’বছর করোনা মহামারিতে বড় দিনের আনুষ্ঠানিকতা যে আনাড়ম্বর সেটা তেমন একটা ছিলোনা। এবার করোনার বিধি নিষেধ না থাকায় দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা। মেহেরপুর মুজিবনগর বল্লভপুর মাঠ প্রাঙ্গণে বসবে সাত দিনব্যাপী মেলা। এছাড়াও রয়েছে ক্রিড়া প্রতিযোগীতা। খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা বলছেন, এবার ওমিক্রন আতঙ্কে স্বাস্থ্যবিধি মেনে বড়দিন পালন করার চেষ্টা করছেন তারা। যীশুর কাছে প্রার্থনা করছেন, পুরো বিশ^ যাতে করোনা মুক্ত হয়। সব ধর্মের মানুষ পৃথীবিতে শান্তিতে বসবাস করতে পারেন। নিজেদের মধ্যে যেন কোন ভেদাভেদ না থাকে। এছাড়াও যারা অসূস্থ্য রয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যান।
Leave a Reply