বিষেশ প্রতিনিধি ॥ ছয় মাস পার হতে চললেও সম্পূর্ণ প্রস্তুুত ঘরবাড়ি এখনও বরাদ্দই পায়নি গৃহহীণ অসহায়েরা। যেখানে আশ্রয় হবে আশ্রয়হীণ চার পরিবারের। কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে এপর্যন্ত প্রস্তত হয়েছে ৮৮টি বাড়ি (বসতঘর,রান্নাঘর,টয়লেট,বারান্দা,ছোট্ট উঠান,বিদ্যুৎ-পানি সুবিধা)। বরাদ্দ পেয়েছে ৮৪ গৃহহীণ পরিবার, বাকি ৪টি বাড়ির একটি আঙ্গিনা গৃহহীণদের হাতে তুলে না দেয়ায় নষ্ট হতে বসেছে। অভিযোগ উঠেছে অপব্যবহারের। তবে, এবিষয়ে কোন যোগ্য জবাব দেয়নি প্রকল্পটির উপজেলা টাস্ক ফোর্স। চলতি বছর জুলাইয়ের প্রথমদিকে প্রায় আট লাখ টাকা ব্যয়ে চার পরিবারের বসবাসের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির তত্বাবধায়নে নির্মাণ করা হয় মথুরাপুর বড় বাজার সংলগ্ন দর্গাতলা গ্রামে চার আশ্রয়হীণ পরিবারের আশ্রয়স্থল। প্রকল্প বাস্তবায়ন কমিটির সেক্রেটারি আব্দুল হান্নান (পিআইও) জানান, প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রকল্পটির সকল স্থাপনা বাস্তবায়ন করেছে ছয় মাস আগে। এটির হস্তান্তর প্রক্রিয়া আশ্রয়ণ-২ প্রকল্পের উপজেলা টাস্ক ফোর্সের দায়িত্বে। এই প্রকল্প সংশ্লিষ্ট উপজেলা টাস্ক ফোর্সের প্রধান দায়িত¦প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার এবং উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আফরোজ শাহিন খসরু। বিদ্যুত ও সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিতে নিযুক্ত পল্লী বিদ্যুৎ এবং উপজেলা জনস্বাস্থ্য বিভাগ ঘরগুলোতে বসবাসের মানুষের অপেক্ষায়। কিন্তু, ছয় মাস ছুঁয়ে গেলেও অজানা কারণে এখনও ঘরগুলো হস্তান্তর করা হয়নি কোন পরিবারকে। সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, অব্যহৃত পড়ে থাকায় সরকারি এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর পক্ষে সার্বক্ষণিক নজরে রাখা সম্ভব না, অসৎ উদ্দেশ্যেও এগুলো অনায়াসে যে কেউ ব্যবহার করতে পারবে। মাসের পর মাস পড়ে থাকায় দরজা-জানালা-দেয়ালের ক্ষতি হচ্ছে। ওই এলাকার (মথুরাপুর) বাসিন্দা উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ জানান, গৃহহীণদের জন্য তৈরি করা ঘর চারটি এখনও কাউকে বরাদ্দ দেয়া হয়নি। এবিষয়ে উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা জানেন। সরেজমিনে দেখা যায়, চার ঘরের তিনটি তালাবদ্ধ একটির রান্না ঘরের দরজা খোলা, কয়েকটি ঘরের জানালা খোলা। অলস পড়ে থাকায় প্রতিবেশি লোকজন খড়ি শুকানো, কাপড় শুকানো, শিশু-কিশোরদের খেলাধূলাসহ নানা গৃহস্থালি কাজে ব্যবহার করছে। প্রস্তুত ঘর হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা দৌলতপুর উপজেলা টাস্ক ফোর্সের সদস্য সচিব আফরোজ শাহিন খসরু (এসি ল্যান্ড) দাবি করেন, ওই চারটি ঘরের ভুমি সংক্রান্ত জটিলতা ছিলো, যেটি সমাধাণ হয়ে এসেছে। আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে। এসিল্যান্ড আফরোজ শাহিন খসরু বলেন, আর দেরি করবো না, যা বাঁধা ছিলো বাধা কেটে গেছে। তবে, দৌলতপুর উপজেলায় হস্তান্তর না হয়ে পড়ে থাকা ঘর কেবলমাত্র ওই চারটিই। আলোচ্য ঘর সংক্রান্ত কোন ভূমি জটিলতার বিষয় নেই বলেও দাবি জানান পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যাক্তি। জানা গেছে, এইসব ঘরে আশ্রয় নিতে অপেক্ষাতেও আছে চার গৃহহীণ পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার প্রসঙ্গটি যেনে পরে কথা বলতে চাইলেও বলেননি। সারাদেশে দেড় লাখের বেশি পরিবার ইতোমধ্যেই আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ পেয়েছে। গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পড়ে থেকে নষ্ট হওয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অবহেলায় নষ্ট না করে দেশব্যাপী সমাদৃত এই উপহার দ্রুুত হস্তান্তর করে বসবাস উপযোগী রাখার প্রত্যাশা সচেতনদের।
Leave a Reply