প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে হবে।
বৃহস্পতিবার মালদ্বীপের কুরুম্বা দ্বীপে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও ফার্স্ট লেডির দেওয়া রাষ্ট্রীয় ভোজ সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়াতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অবশ্যই বৃদ্ধি করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, এ বিষয়গুলো আমাদের জনগণকে আরও কাছাকাছি আনবে।”
শেখ হাসিনা বলেন, ধর্ম, সাংস্কৃতিক মূল্যবোধ এবং উন্নয়ন প্রত্যাশার দিক দিয়ে বাংলাদেশ ও মালদ্বীপ একইরকম চেতনা ধারণ করে। সেই জায়গা থেকে দুই দেশ আগামীকে একসঙ্গে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
“আমরা সমৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বাস করি। আমি যখন দেখি মালদ্বীপে সে দেশের ভাই-বোনদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি একসঙ্গে দুদেশের অর্থনীতিতে অবদান রাখতে কাজ করছে, তখন আমার খুবই ভালো লাগে।”
করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই দেশ সহযোগিতার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
আন্তঃদ্বীপ সংযোগ, পরিবেশবান্ধব পর্যটন, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনায় প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহর প্রশংসা করেন শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে মহামারীর মধ্যেও পর্যটন শিল্প টিকিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞার জন্য মালদ্বীপের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের লক্ষ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে এসডিজি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি সেদেশের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
বিমান যাবে মালদ্বীপে
ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের সঙ্গে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।
বৈঠকে শেখ হাসিনা বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেন্নাই হয়ে মালদ্বীপের সাথে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আমরা আশা করি, ফ্লাইট চালুর ফলে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং পর্যটন সহযোগিতা বৃদ্ধি পাবে।”
বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালুর মধ্য দিয়ে সম্প্রতি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি ফ্লাইট বেড়েছে বলেও জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “সংলাপের সময় তারা দুই দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যুব ও খেলাধুলা, মৎস্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
“বৈঠকে তারা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যোগ্য স্বাস্থ্য পেশাজীবী নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক এবং দ্বৈত কর এড়ানো এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে কর ও আয় সংক্রান্ত বিষয়ে চুক্তি এবং চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা বিজ্ঞানের ক্ষেত্রে সমঝোতা স্মারক বিষয়ে আলোচনা করেন।”
মালদ্বীপে অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।
তিনি বলেন, “তারা বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা, একে অপরের প্রার্থীদের সমর্থন এবং সন্ত্রাস দমনে সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন। …মালদ্বীপের প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার অঙ্গীকার করেন। তিনি বলেন, তার সরকার রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে।”
মালদ্বীপের শিক্ষার্থীদের, বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে একটি ‘কাঙ্ক্ষিত গন্তব্য’ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট সলিহ এ শিক্ষার্থীদের জন্য পূর্ণমেয়াদী ভিসা দেওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ পক্ষে উপস্থিত ছিলেন।
মালদ্বীপের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, অর্থমন্ত্রী ইবরাহিম আমীর, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, শিক্ষামন্ত্রী আসিয়া নাসির, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী উজ ফাইয়াজ ইসমাইল এবং পরিবেশ ও জ্বালানি মন্ত্রী সোরিক ইবরাহিম উপস্থিত ছিলেন।
Leave a Reply