মনোজিত মন্ডল,খোকসা প্রতিনিধি ॥ আগামী ২৬ শে ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর নৌকা মার্কা প্রতিকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার সময় ইউনিয়নের মাসিলিয়া বাজার সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোঃ শুকুর আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক চেয়্যারমান এডঃ আকরাম হোসেন দুলাল,খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক,খোকসা উপজলার ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,খোকসা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর হক,জয়ন্তীহাজরা ইউনিয়নের ইউপি সদস্য মাহাতাবউদ্দিন মন্ডলসহ প্রমূখ। খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে গোসাইডাঙ্গা ঈদগাহ মাঠে মনিরুজ্জামান বিশ্বাস( মনির) এর নৌকা মার্কা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত বক্তারা বলেন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয?নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে হবে। দল-মত নির্বিশেষে নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে নেতৃবৃন্দ ভোটারদের কে আহবান করেন।
Leave a Reply