দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নীতি নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে নারী উন্নয়ন শক্তির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সহনশীলতা, নৈতিকতা এবং মূল্যবোধের সংস্কৃতি প্রকাশ ও উন্নয়নের লক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহায়তায় ৮দিন ব্যাপী ৮টি স্কুলে এ কার্যক্রম পরিচালিত হয়। গতকাল মঙ্গলবার ছিল এ আয়োজনের শেষ দিন। এ উপলক্ষে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, উপদেষ্টা ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক ও মহিষকুন্ডি হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম হালসানাসহ স্থানীয় সুধীজন। শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৮দিন ব্যাপী এ কার্যক্রম আয়োজন ও বাস্তবায়ন করে নারী উন্নয়ন শক্তি।
Leave a Reply