কুমারখালী প্রতিনিধি ॥ আগামী ২৬ শে ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চতুর্থধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রচার – প্রচারণায় আচরণবিধি মানছেনা প্রার্থীরা। নির্দেশনা অমান্য করে সরকারি অফিস, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাচীর দেওয়াল, ঘরের বেড়ায়, গাছ ও বৈদ্যুতিক খুঁটি, যানবাহনের গায়ে পোষ্টার লাগানো হয়েছে। অপরদিকে আচরনবিধি প্রতিপালনে অভিযান চালাচ্ছে প্রশাসন। মঙ্গলবার দুপর থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বাগুলাট, চাদপুর, পান্টি ও যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পোষ্টারের আকার, আকৃতি, রঙ ও লাগানো ঠিক না থাকার অপরাধে চার চেয়ারম্যান ও এগারো মেম্বর প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরন) বিধিমালা-২০১৬ এর আওতায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন আচরণবিধি প্রতিপালনে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম। এবিষয়ে আচরণবিধি প্রতিপালনে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম বলেন, ‘ আচরণবিধি প্রতিপালনে মনিটারিং টিম কাজ করছে। নিয়মিত অভিযান ও আদালত পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার ১৪ প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply