কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বেলা ১২ টা ১৫ মিনিটের সময় ইউনিয়নের মাসিলিয়া গ্রামের পূর্ব পাশে স্বতন্ত্র প্রার্থী শকীব খান টিপু’র তার আনারস মার্কা প্রতীকের নির্বাচনী প্রচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইউপি নির্বাচনী বিধিমালা ২০১৬ ইং ২১ এর (২) ধারায় আনারস মার্কা প্রতীকের প্রার্থীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।এ সময় প্রচারের একটি মাইক জব্দ করা হয়েছে বলে তিনি জানান। উপজেলা সকল প্রার্থীকে ইউপি নির্বাচনী আচরন বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা করার জন্য সতর্ক থাকতে বলেন।
Leave a Reply