মেহেরপুর প্রতিনিধি ॥ কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ফেস্টুন, মেহেরপুরে আনন্দ উৎসবে মেতে উঠেছিলো জেলা আওয়ামী লীগ। বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান সাথে ছিলো লাঠিয়ালদের নৃত্য। বিজয়ের সূবর্ণ জয়ন্তীউপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এখালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.পল্লব ভট্টাচার্য, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা হোসেন মোনালিসাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিজয় মিছিলে অংশ নেয়।
Leave a Reply