মহান বিজয় দিবসের রচনা প্রতিযোগিতায়
কাগজ প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় খুলনা বিভাগের মধ্যে তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুকের প্রতিষ্ঠিত গুরুকুল শিক্ষা পরিবারের শিক্ষার্থী মোঃ হাবিব বাশার ১ম স্থান অধিকার অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বোর্ডে সারাদেশ থেকে বিজয়ীদের পুরস্কার ও সনদ গ্রহণ অনুষ্ঠানে হাবিব এই পুরষ্কার ও সনদ গ্রহণ করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব মোঃ আখতারুজ্জামান, বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান সহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার দেখা নয়া চীন’। তার এই অর্জনে গুরুকুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply