গতকাল দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে শিল্পী শহীদুল হাসানের ২৭ তম একক মৃৎশিল্প প্রদর্শনী উদ্বোধন করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মৃৎশিল্পী ফোরাম সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, মুজিব শতবর্ষের শপথ হোক, আমরা মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখবো। অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া মৃৎশিল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এ কামনা করেন । এছাড়াও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
Leave a Reply