সকল দ্বিধা দ্বন্দ ভুলে নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবেঃ আতাউর রহমান আতা
কগজ প্রতিবেদক ॥ বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা । গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের সার্বিক পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল্টু রহমান। প্রধান অতিথির বক্তব্য কালে আতাউর রহমান আতা বলেন, দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি দিনরাত পরিশ্রম করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সকল উন্নয়নের চিত্র তুলে ধরে আপনারা আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা মিলেমিশে দ্বন্দ বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে আগামী ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী লাল্টু রহমানকে বিপুল ভোটে বিজয় করার জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আ.লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ ও প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply