‘কবে পাব বেতন,
শহর প্রতিনিধি ॥ আজ বিজয়ের ৫০ বছর। বিজয়ের আনন্দ উপভোগ করতে আমাদেরও ইচ্ছা হয়। স্বাধীনতার সুফল ভোগ করতে আমাদেরও মন চাই। যে স্বাধীনতার সুফল গণমানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছুটে বেড়াচ্ছেন দেশ দেশান্তরে। পরিশ্রম করছেন নিরলসভাবে। গড়তে চান তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই দেশের নাগরিক আমরা মানুষ গড়ার কারিগর। আমরা মহান শিক্ষকতা পেশার মাধ্যমে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি।সরকারের সকল কাজে আমরা সহযোগিতা করি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত হয়েছি। অথচ প্রায় ২ (দুই)বছর যাবত আমরা কোন বেতন ভাতা পাইনা। কেন পাইনা? আমাদের অপরাধ কি? এর সদুত্তর আমাদের কলেজ প্রশাসনের কাছে নেই। এমন আর্তনাদ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সকল শিক্ষকের। তাদের আর্তনাদ বারংবার মৌখিক ও লিখিতভাবে আবেদন করলেও এর কোন সুরাহা হয়নি। কলেজ ফান্ডে কোটি কোটি টাকা থাকলেও তাদের ন্যায্য বেতন ভাতা না দিয়ে কলেজ প্রশাসন তাদের শোষণ করে আসছে। দীর্ঘ প্রায় ২ (দুই) বছর যাবত বৃদ্ধ পিতা-মাতা,দুগ্ধপোষ্য শিশু ও পরিবার পরিজন নিয়ে অমানবিক জীবন যাপন করলেও কেউ কর্ণপাত করেনি। স্বাধীনতার ৫০ বছর পরে বলতে হচ্ছে, আমাদের অপরাধ কি, আমারা কবে বেতন পাব? তারা প্রধানমন্ত্রীকে বলতে চান বিজয়ের এত বছর কোথায় পাবেন এর সমাধান?
Leave a Reply