দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে থাকে ঃ হাজী রবিউল ইসলাম
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ইষ্টার্ন ব্যাংকের একটি নতুন এজেন্ট শাখা উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলার দাদাপুর সড়কের মঙ্গলবাড়িয়া বাজারে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়। ইষ্টার্ন ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আব্দুল হক এর সভাপতিত্বে শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রাধান অতিথি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রবিউল ইসলাম তার বক্তব্যে ইষ্টার্ন ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখ্য করেছেন। তিনি আরো বলেন, ইষ্টার্ন ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে থাকে। সভায় স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী রাইসুল হক পবন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা এবং কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ এজেন্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফিতা ও কেক কেটে ইষ্টার্ন ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন ঘোষণা করা হয়।
Leave a Reply