কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন। জানা গেছে, রবিবার দুপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে ৫-৭ শত মটরসাইকেল তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে আনারস প্রতীকের স্লোগান দিয়ে মটরসাইকেল এর মহড়া দিয়েছেন। এতে শিমুলিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ভোটারদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। মোটরসাইকেল শোডাউন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে ১৭ নং মানিককাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে প্রত্যেক জনসাধারনের মাঝে বিরয়ানীর প্যাকেট বিতরন করেন। এ বিষয়ে খোকসা নির্বাচন অফিসার রাশিদুল আলম বলেন,অবশ্যই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply