আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা মাদারহুদা গ্রামের ১ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা রায়সার লাশ উদ্ধারের ঘটনার মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা য়ায়, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের রাশেদ আলীর ছেলে রায়সা খাতুনের (৮) লাশ গত ৯ ডিসেম্বর একই গ্রামের আলীমুদ্দীনের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুকন্যা রায়সার পিতা খাইরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতদের আসামি করে ওই মামলা দায়ের করেন। ওই মামলার ১ নং আসামী রানাকে পুলিশ গ্রেফতার করেছে। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ৯ ডিসেম্বর দুপুরে রায়সা পাড়ার অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে প্রতিবেশী রিয়া খাতুন পুতুল হাতে দিয়ে রায়সাকে বাড়িতে ডেকে নেন। অন্য শিশুদের বাড়ি চলে বলেন। পরে রায়সাকে হত্যা করা হয় অথবা পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরের পানিতে লাশ রেখে যায়। আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে পুকুর থেকে শিশুকন্যার লাশ উদ্ধার। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মরিয়ম নামের শিশু কন্যা বাসা থেকে বের হয়ে আর বাড়ি না ফেরায় খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। মরিয়ম মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের কন্যা। খাইরুল ইসলাম জানান, তার মেয়ে মরিয়ম বাড়ির পাশে খেলা করছিল। সকাল ১০ টার দিকে প্রতিবেশি মনিরউদ্দিনের মেয়ে রিয়া (১৪) তার কন্যাকে ডেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় মরিয়ম বাড়ি না ফিরলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। চারিদিকে খোঁজাখুজি শুরু হয়। কোথাও না পেয়ে গ্রামের মসজিদের মাইক দিয়ে তার খোঁজ করা হয়। এরই এক পর্যায়ে গ্রামের সুরত আলীর স্ত্রী আলিম উদ্দিনের পুকুরে গোসল করার সময় তার পায়ে লাশ বাধে। সংবাদ পেয়ে গ্রামের লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে তার কানে থাকা দুল না দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয়েয়ে। আমাদের ধারনা কেউ আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করতে পারে। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গ্রামের সকলের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
Leave a Reply