কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী। অপরদিকে নৌকার প্রার্থী একই অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন জানান, তিনি কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দীর্ঘদিন যাবত কয়ার ঘোড়াই ঘাট ইজারা নিয়ে ব্যবসা করেন। এবারের নির্বাচনে ঘাটের যাত্রী ছাউনিতে নৌকার প্রার্থীর লোকজন জোরপূর্বক নির্বাচনী অফিস করায় তিনি তাদের অফিস সরাতে বললে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরবর্তীতে তিনি বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে নৌকার প্রার্থী অফিস সরিয়ে নেয়। এছাড়া তাদের প্রচারণার সময় নৌকার প্রার্থীর কর্মীরা ভ্যানচালকে মারপিট ও কয়া আবাসনের আনারসের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে বলে জানান তিনি। আলী হোসেন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন। অপরদিকে নৌকার প্রার্থী সাদিয়া জামাল কনা বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মারমুখী আচরণের কারনে তিনি তার কর্মী ও সমর্থকদের যে কোন ধরনের সংঘাত পূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। তিনি ভোটের মাধ্যমে জয়ী হওয়ায় বিশ্বাসী কোনরূপ পেশীশক্তিতে নয়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খেয়া ঘাটের যাত্রী ছাউনিতে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস করার অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যাবার আগেই তারা অফিস সরিয়ে নেয়। তিনি আরো জানান নির্বাচনে কোনরূপ বলপ্রয়োগ করার সুযোগ নেই।
Leave a Reply