কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাপক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন। আলোচনা সভা শেষে পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদ গেট চত্বরে নারী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।
Leave a Reply