মনোজিৎ মন্ডল,খোকসা প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মোতালেব তার মোটরসাইকেল প্রতীকে প্রচার-প্রচারণায় সময় ভোট চাওয়ায় বাধা দেয় বর্তমান আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলমগীর হোসেন ।এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহর ও ভাতিজার উপর পৃথক হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। দুইটি মোটর সাইকেল লুট ও ৩টি মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এক মেম্বর প্রার্থীকে পুলিশ আটক করেছে । জানা গেছে, বুধবার দুপুরের দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতালেব আলীর পক্ষের ১৫ জনের একটি মটোর সাইকেল বহর সন্তোষপুর স্কুলের কাছে পৌঁছালে প্রতিপক্ষের নৌকা প্রতীক আলমগীর হোসেনের সমর্থনকারী অস্ত্রধারীরা তাদের উপর হামলা চালায়। এ হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী আব্দুল মালেক (৪০), টোকুল প্রামানিক (৪৫)সহ ৫ জন আহত হয়। হামলাকারীরা ২টি মোটর সাইকেল লুট ও ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। আহত মালেক ও টোকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রার্থী মোতালেব বলেন,আমার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণার সময় চেয়ারম্যানসহ তারলোক জন অতর্কিত ভাবে হামলা করে।এই হামলা ঠেকাতে আমার কিছু সংখ্যক কর্মী গুরুতর আহত হয়। আমি জীবনের ভয়েকর্মীদেরকে নিয়ে পালিয়ে আসি। আমাকে গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত করছে।তারা মামলা খাওয়ার ভয়ে নিজেদের অফিস নিজেরাই ভাঙচুর করে আমাদের উপর দোষারোপ করছে। এ বিষয়ে নৌকা প্রার্থীবর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বিএনপির প্রার্থী এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেএবং তার সমর্থকরা আমার গোপগ্রাম আওয়ামী লীগ অফিস ভাঙচুর করছে বলে দাবি করেন। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি জানান পৃথক পৃথক অভিযোগ পাওয়া গেছে মামলা প্রক্রিয়া ধীন রয়েছে।
Leave a Reply