মনোজিত মন্ডল,খোকসা প্রতিনিধি ॥ আগামী ২৬ শে ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা জয়ন্তীহাজরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক পাওয়ায় শাকিব খান টিপুর সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস উদ্ভাসিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসন্ন ইউপি নির্বাচনে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান খোকসা নির্বাচন কর্মকর্তা। কুষ্টিয়ার খোকসা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন আগামী ২৬ শে ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারাই ধারাবাহিকভাবে আজ ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জয়ন্তীহাজরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস শকীব খান টিপু বলেন, আমার পাঁচ বছরের ভালোবাসা জড়িয়ে আছে ইউনিয়ন বাসীর কাছে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকা মার্কা চেয়েছিলাম কিন্তু ইউনিয়ন বাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছি ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে আমার আনারস মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হব এবং আমরা বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ও ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমার ইউনিয়ন বাসীর সকল চাওয়া-পাওয়া আশা-আকাঙ্ক্ষাকে পূরণ করব এবং একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলবো।ইউনিয়ন বাসী আমাকে ভালোবেসে আমার আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন আমি আশাবাদী।
Leave a Reply