কাগজ প্রতিবেদক ॥ বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদা দল। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. এ. এস. এম সরফরাজ নওয়াজ, যুগ্ম আহবায়ক প্রফেসর মোহাম্মদ সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলী, প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মোহাম্মদ আনোয়ারুল ওহাব, মীর সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, আরিফুর রহমান, হেলালউদ্দীন, আব্দুর রাজ্জাক, রুবেল, তোজাম, শাহীন, বাদল, জাকিরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply