কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া জামে এলাকায় এঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এসময় তিনটি মোটরবাইক ভাংচুর করা হয়। আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক ব্যাপারী (৬৮), বানিয়াপাড়া গ্রামের আব্দুল মতিন (৪৫), বাঁশগ্রামের মনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সুত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক নবা গ্রুপের সাথে আওয়ামীলীগ নেতা ও গেল ইউপি নির্বাচনের নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আলী হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আসন্ন নির্বাচনে এবার দলীয় প্রতীক নৌকায় প্রার্থী মনোনিত হয়েছেন আজিজুল হক নবা। আলী হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদন্দীতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে তাঁদের বিরোধ আরো তুঙ্গে। বিরোধের জেরেই বুধবার রাত আটটার দিকে দুইগ্রুপের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। তবে নবা গ্রুপের সমর্থকরা জানায়, ‘ তাঁরা ৯ নং ওয়ার্ডে দলীয় সভা করে ফিরছিলেন। পথিমধ্যে বানিয়াপাড়া মসজিদের কাছে পৌছালে গ্রুপের নেতা আলীসহ তাঁর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এসময় তাঁদের তিনটি মোটরবাইক ভাংচুর করা হয় এবং সাগর নামের একজনকে রক্তাক্ত জখম করা হয়। ‘ অপরদিকে আলী গ্রুপের সমর্থকরা জানায়, ‘ নবা গ্রুপ রাতে মিছিল করছিল। মিছিলে তাঁদের গ্রুপকে কটাক্ত করে শ্লোগান দিচ্ছিল। প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়। এতে খালেক ব্যাপারী ও আব্দুল মতিন গুরুতর আহত হয়। পরে আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়। কিন্তু পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষ আধিপাত্য বিস্তারের পায়তারা করছে। রাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক নবা বলেন, ‘ রাতে ৯ নং ওয়ার্ড দলীয় সভা শেষে ফেরার পথে আলীসহ তাঁর সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। আমার এক কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তিনটি মোটরবাইক ভাংচুর করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ নেতা ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন বলেন, ‘ আমি রাতে ঘটনাস্থলে ছিলাম না। সন্ধায় আমার একটি মোটরসাইকেল বহড় অনুষ্ঠিত হয়। পরে রাতের বেলায় প্রতিপক্ষের নবা বিশ্বাসের ছেলে ও তাঁর সমর্থকরা আমার অফিসে এসে ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট করে। আমার দুইজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।’ তিনি আরো বলেন, প্রতিপক্ষের লোকজন নিজেরা নিজের গাড়ি ভাংচুর করে আমাদের মিথ্যা দোষারোপ করছেন। ‘ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষ আধিপাত্য বিস্তারের পায়তারা করছে। রাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’ তিনি আরো বলেন, এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশ কঠোর অবস্থানে আছেন।’
Leave a Reply