মনোজিৎ মন্ডল খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের উপর এলাকাবাসীর সাধারণ ভোটাররা চরম দুর্ব্যবহার করেছে বলে জানা গেছে । এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের কাছে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভোট চাইতে গেলে এলাকাবাসী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের উপর বিগত পাঁচ বছরের কার্যকলাপ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার সত্যতা জানতে গেলে, ৬ নং ওয়ার্ডের আজিজুল মোল্লার স্ত্রী মনিরা খাতুন বলেন, আমার কাছে ভোট চাইতে আসলে আমি চেয়ারম্যান কে বলি যে আমার একটি কার্ডের জন্য আপনি ৬০০০ টাকা চেয়েছিলেন। বিষয়টি বলার সাথে সাথে চেয়ারম্যান আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে চেয়ারম্যান আমার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে । একই এলাকার কালাই মোল্লার স্ত্রী স্বর্ণ খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন,বিগত ৫ বছরে আপনি আমাদের কোন সাহায্য সহযোগিতা করেনি। আপনাকে চেয়ারম্যান বানিয়ে আমাদের কি লাভ একথা বললে চেয়ারম্যান আমাকে মারতে আসেন এবং আমার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন নৌকায় ভোট দিতে হবে না হলে দেখে নেব। অপরদিকে আজাহার মোল্লার স্ত্রী ভানু খাতুন বলেন, উন্নয়নের কথা বলতে না বলতেই সে আমাদের উপর বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও নৌকায় ভোট দিতে হবে বলে হুমকি দেয়।ওই এলাকার সালাম মোল্লার স্ত্রী রুমা খাতুন বলেন, এক পর্যায়ে চেয়ারম্যান আমাদের উপর রাগান্বিত হয়ে হাত তুলে মারতে এলে আমরা সবাই মিলে ঝাড়ু দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে জানতে গেলে তিনি বলেন, আমি আজ দুপুরে আমার নির্বাচনী এলাকা ৬ নম্বর ওয়ার্ডের ভোট চেয়েছিলাম এবং ভোট চাওয়ার শেষ পর্যায়ের ভানু খাতুন ও মনিরা খাতুনের বাড়িতে ভোট চাইতে গেলে তারা আমার উপর ভোট চাওয়ায় বাধা দেয়।আমার নির্বাচনী প্রচারণায় আট দশজন ভোট চাইতে গেলে কয়েকজন মহিলা দুর্ব্যবহার করে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,আমি কোন মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নি। তারা আমার নামে মিথ্যা দোষারোপ লটাচ্ছে। তিনি আরো বলেন আমি দুই মহিলা ও একজন পুরুষের নামে থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন থানায় এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি।
Leave a Reply