কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কুষ্টিয়াতে বসবাসকারী কর্মকর্তাদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ইবি কর্মকর্তা কুষ্টিয়া সমিতি’র” আত্মপ্রকাশ ঘটেছে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস উপজেলা মোড় পিপাসু রেষ্টুরেন্টে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ রাশিদুজ্জামান খান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় গ্রন্থগারের শাখা কর্মকর্তা মোঃ আরিফুল হকের পরিচালনায় সভায় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কুষ্টিয়াতে বসবাসকারী কর্মকর্তাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ইবি কর্মকর্তা কুষ্টিয়া সমিতি” গঠন করা প্রয়োজন। এ সংগঠন প্রতিষ্ঠিত হলে আমরা ঐক্যবদ্ধ ভাবে যে কোন বিপদগ্রস্থ্য কর্মকর্তার পাশে দাঁড়াতে পারবো এবং সেচ্ছাসেবীমূলক কর্মকান্ড পরিচালনা করতে পারবো। সভায় সর্বসম্মতিক্রমে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ রাশিদুজ্জামান খান টুটুলকে আহবায়ক এবং অর্থ ও হিসাব অফিসের সহকারী পরিচালক মোঃ লুৎফর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর আলম শিমুল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মোঃ মাসুদ পারভেজ, কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা মোঃ আরিফুল হক, প্রকৌশল অফিসের শাখা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আইন সেলের সহকারী রেজিস্ট্রার মোছাঃ ফরিদা পারভীন এবং অর্থ ও হিসাব অফিসের শাখা কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজাকে যুগ্ম-আহবায়ক করে এবং উপস্থিত সবাইকে সদস্য করে ইবি কর্মকর্তা কুষ্টিয়া সমিতি গঠন করা হয়। এ কমিটি দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়াতে বসবাসকারী সকল পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আয়োজন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply