কাগজ প্রতিবেদক ॥ দলীয় সিন্ধান্তের বাইরে বিদ্রোহ করলে এবার কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। দল যাকে মনোনয়ন দেবে সকল নেতা কর্মিরা তার পক্ষেই কাজ করবেন এটাই প্রত্যাশা। গতকাল সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও সদর উপজেলার ১১টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চ্চার দল। কোন হিংসা, বিদ্বেষ পোষণ করে দলীয় সিন্ধান্তের বাইরে কোন কিছুকে প্রশয় দেয় না। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন আমাদের নেতা তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা সকলেই তার পেছনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো এবং নৌকা প্রতিককে বিজয়ী করতে সর্বত চেষ্টা করবো। তিনি বলেন, সদর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে যাদের নাম এসেছে পর্যায়ক্রমে জেলায় সে তালিকা প্রেরণ করা হবে। এর পর কেন্দ্র সিন্ধান্ত গ্রহন করবে কি ভাবে কাকে মনোনয়ন দেয়া যায় তিনি হবেন দলের প্রার্থী। এখানে দলীয় সিন্ধান্তের বাইরে কাজ করার সুযোগ নেই। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, সহ-সভাপতি একরামুল হক প্রমুখ। এ সময় ১১টি ইউনিয়নের বর্তমান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।
Leave a Reply