মিরপুর প্রতিনিধি ॥ পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস স্বীকৃতির দাবীতে মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা জাসদের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি মুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক বিশ্বাস, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতালেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ খেদের আলী, বীর মুক্তিযোদ্ধা মিজানুল হক প্রমুখ। এসময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ শরীফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, ধুবাইল ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ জালাল উদ্দীন, চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, জাতীয় নারী জোটের নেত্রী মোছাঃ শেফালী খাতুন, লিপি খাতুন, মোছাঃ রোমা খাতুন, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা, সাধারন সম্পাদক আল আমিন হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply